মুসলিম উম্মাহর সবচেয়ে বড় কাজ হলো ইসলামের আকিদা বিশ্বাসের ওপর অবিচল থাকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর নাজিলকৃত কুরআন এবং তাঁর পবিত্র জবানের বাণী হাদিসের নির্দেশের প্রতি যথাযথ যত্নবান হওয়া।
দ্বিধাহীন চিত্তে কুরআন এবং সুন্নাহর অনুসরণ ও অনুকরণ করা। আল্লাহর বিধান এবং প্রিয়নবির সুমহান আদর্শকে গ্রহণ করার পর পুনরায় তা থেকে বেরিয়ে যাওয়া কোনো মুমিনের কাজ নয়। বরং এটা অবিশ্বাসী ও কপট লোকদের চরিত্রের বহিঃপ্রকাশ বটে।
নিচে ইসলামে অবিচল থাকার কিছু উপায় সম্বলিত একটি ছোট বই দেওয়া হলো। অল্প কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করে বইটি পড়ে নিন এবং ইসলামে অবিচল থাকার উপায়গুলো জেনে জীবনকে ইসলামে অবিচল রাখুন।
2 comments
Pingback: জিহাদ ও যুদ্ধের পার্থক্য · ISLAMIC DAWAH FOUNDATION
Pingback: রাসুল (সাঃ) এর শ্রেষ্ঠ জীবনী ISLAMIC RESEARCH CENTER ONLINE