এত বড় হুজুর কি ভুল করতে পারেন? আমাদের দেশের মুসলিমদের ভিভ্রান্ত থাকার একটা বড় কারন হল আমাদের এই অন্ধ বিশ্বাস যে, আমাদের হুজুর কম জানতেন? যে যেই মত/দল/জামাত বা পীর সাহেবের বিশ্বাসী হোক না কেন…সে অন্ধ ভাবে বিশ্বাস করে যে তাদের হুজুর বা তাদের দলের/মতের প্রবর্তক, বা তাদের প্রধান নেতা সাহেবেই দ্বীন ইসলামের একমাত্র সবজান্তা অথবা তিনি ভুল করতে পারেন না।
সংগত কারনেই, এই হুজুরদের অনুসরন করেই কেউ মাজারে সেজদা দিচ্ছে, কেউ পীরের নামে মুরগী জবাই করছে। কেউবা কবরে চাদর চড়াচ্ছেন। আসুন এই সম্পর্কে বিস্তারিত জানি নিচের বইটি থেকে। বইটি পড়ে আপনার ভুল ভাঙ্গতে পারে। চলুন বইটি পড়ি………
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam
One comment
Pingback: যাল হাদিসের কবলে রাসুল (সঃ) এর সালাত ISLAMIC RESEARCH CENTER ONLINE