ইমাম আবু হানীফা (রহ)’র লিখিত কিতাব হিসেবে প্রসিদ্ধ ফিকহুল আকবার। এটি ছোট বই হলেও ঈমান ও আকীদার উপর অন্যতম গুরুত্ব করে।
সমাজে ফিকহে হানাফীর অনেক অনুসারী হলেও আক্বীদা বিষয়ে আমরা তাঁর মতের সাংঘর্ষিক মত পোষণ করে থাকি। এমনকি অনেকে বিভিন্ন তরীকা অবলম্বন করে থাকি।
অথচ ইমাম আবু হানীফার (রহ) ঈমান, আকীদা, সুন্নাত, বিদআত সম্পর্কে কি ধারণা ছিলো তা জানি না। অথচ ইমাম আবু হানীফা (রহ) এই বইটিতে ফিকহ সম্পর্কে আলোচনাই করেননি। বরং তিনি আকীদা সম্পর্কে লিখেছেন।
অথচ নাম দিয়েছেন সবচেয়ে বড় ফিকহ অর্থ্যাৎ “আল-ফিকহুল আকবার”। এতে বোঝা যায়, ফিকহের চেয়ে বড় হলো আকীদা। আর আকীদাই সবচেয়ে বড় ফিকহ।
এই গ্রন্থে অনুবাদ ও ব্যাখ্যাকারী ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আরও কয়েকটি বইয়ের সাহায্য নিয়ে বঙ্গানুবাদের পাশাপাশি ব্যাখ্যাও করেছেন।
এই বইটি সবার পড়া উচিত না হলে আমাদের সমাজের যে সমস্যা রয়েছে তা সমাধান করা সহজ হবে না। আসুন বইটি নিচ থেকে ডাউনলোড করে পড়া শুরু করি এবং idfbd.com এর সাথে থাকি আরো কিছু ইসলামিক কথা জানার জন্য, নিয়মিত ভিজিট করুন।

ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam
One comment
Pingback: শবে বরাতের সঠিক ধারনা ISLAMIC RESEARCH CENTER ONLINE