Thursday , March 28 2024

শবে বরাতের সঠিক ধারনা

প্রতি বছর যখন ১৫ শাবান আসে তখন দেখি আলেম-উলামাগণ,
ওয়াজীনে কিরাম, আইয়েম্মায়ে মাসাজিদ বিভিনড়ব মাসজিদে, পত্র-পত্রিকায়, রেডিও টিভিতে শবে বরাত সম্পকে লাগামহীন এবং মনগড়া আলোচনা করেন, যা শুনে
একজন সাধারণ মানুষ ধারণা করে নেয় যে, শবে বরাত ইসলামের মূল পর্বগুলিার
একটি।

তাই তারা অত্যধিক গুরুত  দিয়ে তা পালন করেন। এ অবস্থা দেখে অত্যন্ত
দুঃখ লাগে, ব্যথা পাই। সংকল্প করি দুই একদিনের মধ্যেই এ বিষয়ে লিখতে হবে
এবং লিখব। কিন্তু‘ শবে বরাতের ডামাডোল যখন শেষ হয়ে যায় তখন সংকল্পে ভাটা
পড়ে। মনে করি আবার এক বছর পর ১৫ শাবান আসবে, অনেক সময় হাতে
আছে। আর এ রকম অলসতা করতে গিয়ে চলে গেছে কয়েকটি ছয়টি বছর। আমার মনে
হল অনেক দেরী হয়ে গেছে, আরও দেরী করা অন্যায় হবে।

তাই আজ আপনাদের সাথে এমন একটি ইসলামিক বই শেয়ার করবো যা শবে বরাত সম্পর্কে আপনার মনের সকল প্রশ্নের সমাধান দিবে। আসুন নিচ থেকে বইটি ডাউনলোড করে পড়া শুরু করি এবং শবে বরাতের সঠিক ধারনা জেনে নিই।

শবে বরাত, সঠিক দৃষ্টিকোন বই ডাউনলোড

ফিকহুল আকবার বই

About Md Nazmul Azam

I am website developer.

Leave a Reply

Your email address will not be published.