Friday , July 26 2024

সূরা আল-ইনশিরাহ

সুরা নং – ০৯৪ : আল-ইনশিরাহ (বক্ষ প্রশস্তকরণ)

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

أَلَم نَشرَح لَكَ صَدرَكَ
আলাম্ নাশ্রাহ্ লাকা ছোয়াদ্রাকা
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

وَوَضَعنا عَنكَ وِزرَكَ
অওয়াদ্বোয়া’না- ‘আন্কা ওয়িয্রাকা
আমি লাঘব করেছি আপনার বোঝা,

الَّذى أَنقَضَ ظَهرَكَ
আল্লাযী য় আন্ক্বাদ্বোয়া জোয়াহ্রকা
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

وَرَفَعنا لَكَ ذِكرَكَ
অরাফা’না-লাকা যিক্রক্
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

فَإِنَّ مَعَ العُسرِ يُسرًا
ফাইন্না মা‘আল্ উ’স্রি ইয়ুস্রান্
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

إِنَّ مَعَ العُسرِ يُسرًا
ইন্না মা‘আল্ উ’স্রি ইয়ুস্র-
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

فَإِذا فَرَغتَ فَانصَب
ফাইযা-ফারাগ্তা ফান্ছোয়াব্
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

وَإِلىٰ رَبِّكَ فَارغَب
অইলা-রব্বিকা র্ফাগব্
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

About Abdul Latif Sheikh

Check Also

সুরা ফাতিহা আয়াত ২ এর তাফসীর

সুরা ফাতিহা আয়াত ২ ১:২ اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ (২) সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর …

বিসমিল্লাহ এর নাম ও ইতিহাস জানুন

১:১ بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ১. রহমান, রহীম আল্লাহর নামে। ১. সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে …

কুরআন তেলাওয়াত এর পূর্বে কি পড়তে হয়

কুরআন তেলাওয়াত এর পূর্বে পড়তে হয় أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *