Friday , December 6 2024
সর্বশেষ

সুরা আশ-শাম্‌স

আশ-শাম্‌স

শ্রেণীঃ মাক্কী সূরা
নামের অর্থঃ সূর্য

সূরার ক্রমঃ ৯১
আয়াতের সংখ্যাঃ ১৫
পারার ক্রমঃ ৩০ পারা
রুকুর সংখ্যাঃ ১
সিজদাহ্‌র সংখ্যাঃ নেই
শব্দের সংখ্যাঃ ৫৪
অক্ষরের সংখ্যাঃ ২৪৭

← পূর্ববর্তী সূরা সূরা আল-বালাদ
পরবর্তী সূরা → সূরা আল-লাইল

وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا

উচ্চারণঃ ওয়াশ শামছি ওয়াদু হা-হা-।

অর্থঃ শপথ সূর্যের ও তার কিরণের,

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ২

وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا

উচ্চারণঃ ওয়াল কামারি ইযা-তালা-হা-।

অর্থঃ শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ৩

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

উচ্চারণঃ ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-।

অর্থঃ শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ৪

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا

উচ্চারণঃ ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা-।

অর্থঃ শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ৫

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

উচ্চারণঃ ওয়াছ ছামাই ওয়ামা-বানা-হা-।

অর্থঃ শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ৬

وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا

উচ্চারণঃ ওয়াল আরদিওয়ামা-তাহা-হা-।

অর্থঃ শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ৮

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا

উচ্চারণঃ ফাআলহামাহা-ফুজূরাহা-ওয়া তাকওয়া-হা-।

অর্থঃ অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ৯

قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا

উচ্চারণঃ কাদ আফলাহা মান ঝাক্কা-হা-।

অর্থঃ যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ১০

وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا

উচ্চারণঃ ওয়া কাদ খা-বা মান দাছ ছা-হা-।

অর্থঃ এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ১১

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ

উচ্চারণঃ কাযযাবাত ছামূদুবিতাগওয়া-হা।

অর্থঃ সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ১২

إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا

উচ্চারণঃ ইযিম বা‘আছা আশকা-হা-।

অর্থঃ যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ১৩

فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا

উচ্চারণঃ ফাকা-লা লাহুম রাছূলুল্লা-হি না-কাতাল্লা-হি ওয়া ছুকইয়া-হা-।

অর্থঃ অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ১৪

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا

উচ্চারণঃ ফাকাযযাবূহু ফা‘আকারূহা- ফাদামদামা ‘আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাছাওওয়াহা-।

অর্থঃ অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।

সূরা আশ-শাম্‌স (الشّمس), আয়াত: ১৫

وَلَا يَخَافُ عُقْبَٰهَا

উচ্চারণঃ ওয়ালা-ইয়াখা-ফু‘উকবা-হা-।

অর্থঃ আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।2

About Abdul Latif Sheikh

Check Also

“তাহফিমুল কুরআন” তাফসির

তাহফিমুল কুরআন (কুরআনের তাফসীর), আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই?  আশা করি সবাই ভালো আছেন, …

সুরা ফাতিহা আয়াত ২ এর তাফসীর

সুরা ফাতিহা আয়াত ২ ১:২ اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ (২) সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর …

বিসমিল্লাহ এর নাম ও ইতিহাস জানুন

১:১ بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ১. রহমান, রহীম আল্লাহর নামে। ১. সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *