Saturday , September 14 2024

রাসুল (স:) কেমন টুপি পরতেন?

প্রশ্ন: কি রকম টুপি পরা সুন্নত?

উত্তর: রসুল (স:) মাথা ঢেকে রাখতে পাগড়ি বা টুপি দিয়ে কিন্তু কি প্রকারের টুপি পরতে হবে উচু নাকি পাচকল্লি নাকি অন্য কোন রকম তার কোন নির্দেশনা পাওয়া যায়না। কিছু হাদিস থেকে আমরা জানতে পারি
যেমন সহি মুসলিম হাদিস নং ৯২৫
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসারদের ভাই! আমার ভাই সা’দ ইবনু উবাদাহ কেমন আছে? সে বলল, ভাল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে কে তাকে দেখতে যাবে? এই বলে তিনি উঠলেন। আমরাও তার সাথে উঠে রওয়ানা হলাম। আমাদের সংখ্যা দশের অধিক ছিল। আমাদের পায়ে জুতা-মোজাও ছিল না। গায়ে জামাও ছিল না। মাথায় টুপিও ছিল না।

এখান থেকে বুঝা যায় রসুল সঃ ও তার সাহাবীগন টুপি পরতেন।

বুখারী শরীফ হাদিস নং ৫৮০২
মু’তামির বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, তিনি আনাস (রাঃ) এর (মাথার) উপর হলুদ রেশমী টুপি দেখেছেন।

সিরাজাল মুনির পৃষ্টা ১১২ এ বলা হয়েছে
রাসুল স: সাদা টুপি পড়তেন।

আরো কিছু হাদিস থেকে জানা যায় রাসুল স: এমন টুপি পরতেন যা মাথার সাথে লেখে থাকে। তবে তিনি টুপির ব্যাপারে কোন নির্দেশনা দেননি যে তোমরা এই রকমের টুপি পরো।

হাদিস গুলো থেকে বুঝা যায় রসুল সঃ ও তার সাহাবীগন মাথা ঢাকার জন্য টুপি পরেছেন কি উঁচু বা পাচকল্লি বা অন্য রকম এই নিয়ে মারামারি করা যাবেনা। মাথা ঢেকে রাখবেন এটি সুন্নত।

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

nazmu lazam

দূর্বল ইমানের লক্ষন ও ইমান বৃদ্ধির উপায় জানুন

আমরা ইমান আনায়ন করলে মনে করি আমাদের কাজ শেষ, বাস্তবে তা নয় আপনার ইমান কিছু …

nazmu lazam

ইমান কি ও ইমানের স্তর কয়টি জানুন

ইমান কাকে বলে ও ইমানের স্তর নিয়ে চমৎকার আলোচনা শুনুন নাজমুল আযম থেকে Download Nulled …

ইমান সম্পর্কে অজানা তথ্য

ইসলামিক রিসার্চ সেন্টার (IRC) এর বক্তা ইমান সম্পর্কে অজানা অনেক তথ্য দিয়েছেন,যা প্রতিটি মুসলমানের জানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *