Sunday , October 13 2024

রাসুল (সাঃ) এর সালাত

রাসুল (সাঃ) এর সালাত, রাসুল (সাঃ) বলেন, “তোমরা সেভাবে সালাত আদায় কর, যে ভাবে আমাকে সালাত আদায় করতে দেখ”। (বুখারী ১/৮৮,মিশকাত হা/৬৩১,৬৬ পৃঃ)

রাসুল (সাঃ) এর সালাত, আমাদের সমাজে দেখা যায় সালাত আদায় করা নিয়ে বেশ কিছু মতামত রয়েছে, যা খুব দুঃখজনক। আমাদের সকলের উচিত হবে রাসুল (সাঃ) এর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করা,

আর রাসুল (সাঃ) এর দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি সালাত আদায় করলে সেটা রাসুল (সাঃ) এর হাদিসের বিরুদ্ধে যায়,

কেননা রাসুল (সাঃ) বলেন, “তোমরা সেভাবে সালাত আদায় কর, যে ভাবে আমাকে সালাত আদায় করতে দেখ”। (বুখারী ১/৮৮,মিশকাত হা/৬৩১,৬৬ পৃঃ)

আসুন আমরা সবাই রাসুল (সাঃ) এর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্ঠা করি।

সহি পদ্ধতিতে সালাত আদায় করার জন্য নিচের বইটি ডাউনলোড করার পরামর্শ রইল, কারন বইটি লিখেছেন এই যুগের শ্রেষ্ট হাদিস বিশারদ নাসির উদ্দিন আলবানী, যার কথা প্রায় সবাই জানেন।

আমাদের সমায়ের অভাবে আমরা ভালো বইগুলো পড়িনা, তাই ইসলাম এর শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে রয়েছে।

তাই আপনাদের অনুরোধ করবো এই বইটি পড়ে আপনার জীবনের শ্রেষ্ট ইবাদত সালাত কে শুদ্ধ করুন,

কারন আখিরাতে প্রথমে আপনার সালাতের হিসাব নেওয়া হবে এবং তার পর অন্যান্য কাজের হিসাব নেওয়া হবে, তাহলে তো বুঝতে পারতেছেন সালাত কতটা গুরুত্বপূর্ন।

আল্লাহ তায়ালা বলেন- নিশ্চয় সালাত খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। (সুরা আন-কাবুত, আয়াত-৪৫)

সালাত শুদ্ধ হলে আপনি সকল খারাপ কাজ থেকে বাচতে পারবেন, তাই সকল মন্দ কাজ থেকে বাচতে বই টি পড়া একান্ত জরুরী।

আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় সালাত আদায় করে এবং অন্যায় কাজ করে, এতে বুঝতে হবে ঐ লোকের সালাত হয়না।

তাহলে আসুন বইটি ডাউনলোড করে একবার হলেও পড়ে নিজের সালাতকে পরিশুদ্ধ করি। এই বই টি সম্পূর্ন ভাবে সহি দলিল ভিত্তিক লিখেছেন, পড়লেই বুঝতে পারবেন।

বইটি না পড়ে কোন মন্তব্য করা উচিত হবেনা, একবার বইটি পড়ুন এবং দলিলগুলো দেখুন তারপর মন্তব্য করুন।

আপনাদের সকল মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্ঠা করা হবে।

রাসুল (সাঃ) এর নামাজ

ডাউনলোড লিংক

আরো পড়ুন রাসুল (সাঃ) এর জীবনী

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

nazmul azam shamim

মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামায না পড়ে বসা যাবেনা

মসজিদে প্রবেশের দোয়া ১। নাসায়ি শরীফ হাদিস নং ৭৩০ (হাদিসের মান সহীহ) قَالَ رَسُولُ اللَّهِ …

বুকের উপর হাত বাধা

বুকের উপর হাত বাঁধার ছহীহ হাদীছ সমূহ :

রাসূল (ছাঃ) সর্বদা বুকের উপর হাত বেঁধে ছালাত আদায় করতেন। উক্ত মর্মে একাধিক ছহীহ হাদীছ …

মহিলা ও পুরুষের সলাতে কোন পার্থক্য নেই?

মহিলা ও পুরুষের সালাতের পার্থক্য নিয়ে সমাজে বিষণ ঝগড়া চলতেছে। আসুন নিচের বইটি পড়ে আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *