Tuesday , December 5 2023

নারী পুরুষের নামাজে কি ভিন্নতা আছে

নারী পুরুষের নামাজে কি ভিন্নতা আছে?

যে পার্থক্যগুলোর ক্ষেত্রে উভয়ধারার আলেমগণ একমত –

১- মেয়েদের নামাজে আযান বা একামত নেই

২- মেয়েরা উচ্চস্বরে কেরাত পড়বে না

৩- মেয়েদের নামাজে সতর ঢাকার পরিমাণ পুরুষের চেয়ে বেশি।

৪- মেয়েদের মাথা উন্মুক্ত থাকলে নামাজ হবে না।

৫- মেয়েরা জামাতে নামাজ আদায় করলে পুরুষের পিছনে দাঁড়াবে

৫- মেয়েদের জন্যে জুময়ায় যাওয়া ফরজ নয়।

৬- মেয়েদের জন্যে জামাতে সালাত আদায় ওয়াজিব নয়

৭- মেয়েদের সালাত আদায়ের উত্তম জায়গা মসজিদ নয়, বরং ঘরের কোণ। পুরুষের জন্যে মসজিদে জামাতে অংশ নেয়া সুন্নাতে মুয়াক্কাদা বা ওয়াজিব।

৮- ইমামের ভুল হলে ছেলেদের মত তাসবীহ বা সুবহানাল্লাহ পড়বে না, বরং মেয়েরা নামাজে হাত চাপড়ে শব্দ করবে।

৯- ছেলেদের ক্ষেত্রে উত্তম হচ্ছে সর্বপ্রথম কাতার, আর মেয়েদের জন্যে উত্তম হচ্ছে সর্বশেষ কাতার।

১০- পুরুষ নারীর ইমাম হতে পারে, কিন্তু নারী পুরুষের ইমাম হতে পারে না।

১১- ছেলেরা জামাতে নামাজ আদায়কালে ইমাম সবার সামনে দাঁড়াবে, কিন্তু মেয়েদের জামাতে মেয়ে ইমাম হলে সে সবার মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে। (উল্লেখ্য, হাসান বসরী রহ., মালেকী ও হানাফী মাজহাব অনুযায়ী, শুধুমাত্র মহিলাদের জামাত নেই)

১২- নারী পুরুষ জামাত আদায়কালে ছেলেরা মুকাব্বির হতে পারবে। মেয়েরা পারবে না।

১৩- মেয়েরা পুরুষের সাথে জামাত আদায়কালে জোরে আমীন বলবে না।

১৪- মহিলা মাথার চুল বেঁধে নামায পড়তে পারে, কিন্তু (লম্বা চুল হলে) পুরুষ তা পারে না।

১৫- সেজদার সময় মহিলারা পুরুষের পর মাথা উঠাবে।

১৬- মহিলারা জামাতে নামাজ আদায় করলে তারা নামাজ শেষ করেই বেড়িয়ে যাবে। আর পুরুষের জন্যে নামাজের পর কিছুক্ষণ মসজিদে অপেক্ষা করা মুস্তাহাব।

১৭- কাতারে একাকী কোন পুরুষের দাঁড়ানো সকল আইম্মাদের মতে মাকরুহ। কিন্তু নারীর ক্ষেত্রে জায়েজ।

১৮- মেয়েদের জন্যে মুস্তাহাব হচ্ছে ওয়াক্ত শুরু হলেই সালাত আদায় করে নেয়া। পুরুষ তা করবে না। বরং আযান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে।

আরো বিস্তারিত জানতে নিচের বইটি পড়ুন

মহিলাদের নামায

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

জাকির নায়েক

মুসলিম উম্মার ঐক্য

মুসলিম উম্মার ঐক্য সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন; নিজেদের …

জাকির নায়েক

ঈদ ও ঈদের দিনে করনীয়

প্রতিটি মুসলিমের জানা উচিত ঈদ ও ঈদের দিনে করনীয় কি? ঈদ ও ঈদের দিনের করনীয় …

জাকির নায়েক

রমজানের কিছু গুরুত্বপূর্ন শিক্ষা

আমরা রমজান মাসের রোযা সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা থাকেনা, তাই নিচের ছোট বইটি পড়ে …

Leave a Reply

Your email address will not be published.