Sunday , October 13 2024

তাফসীর ইবনে কাসীর (৯ম পর্ব)

ইবনে কাসীর তাফসীর

আজ থেকে শুরু করতে যাচ্ছি কুরআনের তাফসীর ইবনে কাসীর এর খন্ডগুলো ধাপে ধাপে আপনাদের জন্য তুলে ধরা হবে, যা পড়া প্রতিটি মুসলিমের ঈমানি দ্বায়িত্ব, এই বইটিতে কুরআনের সুন্দরভাবে ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।

আশা করি বইয়ের খন্ডগুলো সবাই মনোযোগ দিয়ে পড়ে নিজের জীবনকে আগিরাতের জন্য প্রস্তুত করবেন।

এই বইতে রয়েছে মোট আটারোটি খন্ড নিচে প্রতিটি খন্ডের ডাউনলোড লিংক দেওয়া হবে, আপনারা ডাউনলোড করে নিজের কম্পিউটার বা মোবাইলে জমা রাখবেন, যখন সময় পাবেন তখনই বইটি পড়ে কুরআনকে বুঝার চেষ্ঠা করবেন।

ইবন কাসীর তাফসীর হচ্ছে কালজয়ী মুফাসসির যুগশ্রেষ্ঠ মনীষী আল্লামা হাফিয ইবন কাসীরের একনিষ্ঠ নিরলস সাধনা ও অক্লান্ত পরিশ্রমের অমৃত ফল, তাফসীর জগতে এ যে বহুল পঠিত সর্ববাদী সম্মত নির্ভরযোগ্য এক অনন্য সংযোজন ও অবিস্মরণীয় কীর্তি এতে সন্দেহ সংশয়ের কোন অবকাশ মাত্র নেই।

হাফিজ ইমাদুদ্দীন ইবন কাসীর এই প্রামাণ্য তথ্যবহুল, সর্বজন গৃহীত  তাফসীরের মাধ্যমে আরবী ভাষাভাষীদের জন্য পবিত্র কালামের সত্যিকারের রূপরেখা অতি স্বচ্ছ সাবলীল ভাষায় তুলে ধরেছেন তাঁর ক্ষুরধার বলিষ্ঠ লেখনীর মাধ্যমে।

এসব কারণেই এর অনবদ্যতা ও শ্রেষ্ঠত্বকে সকল যুগের মনীষীরা সমভাবে অকপটে এবং একবাক্যে স্বীকার করে নিয়েছেন।

তাই এই পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম অধ্যুষিত দেশে, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের, এমনকি ধর্মনিরপেক্ষ শিক্ষায়তনের গ্রন্থাগারেও সর্বত্রই এটি বহুল পঠিত, সুপরিচিত, সমাদৃত এবং হাদীস-সুন্নাহর আলোকে এক স্বতন্ত্র মর্যাদার অধিকারী।

প্রায় ১৮ বছর পরিশ্রমের পর ১৯৮৪ সালে ড. মুহাম্মাদ মুজীবুর রাহমান তাফসীরটির বাংলা অনুবাদ সম্পন্ন করেন। তাফসীর খন্ডগুলিতে যে ইসরাঈলী রিওয়ায়াত এবং দুর্বল কিংবা যঈফ হাদীস রয়েছে তা বাছাই করে বাদ দেওয়া হয়েছে,

প্রতিটি তাফসীর খন্ডে, তাফসীরের বিভিন্ন শিরোনাম সংযোজন করা হয়েছে, যাতে পাঠকবর্গের নির্দিষ্ট কোন বিষয়ের আলোচনা খুঁজে পেতে সুবিধা হয়। এ ছাড়া বর্ণিত হাদীসের সূত্র নম্বরগুলিও সংযোজন করা হয়েছে।

কুরআনের কোন কোন শব্দ বাংলায় লেখা কিংবা উচ্চারণ সঠিক হয়না বিধায় তার আরাবী শব্দটিও পাশে লিখে দেয়া হয়েছে।

১ম, ২য় ও ৩য় খন্ডের লিংক একসাথে দেওয়া হলো ।

৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম খন্ড একসাথে দেওয়া হলো।

৮ম, ৯ম, ১০ম ও ১১তম খন্ড একসাথে দেওয়া হলো।

ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন

পরবর্তী খণ্ড গুলো অতি দ্রুত আপনাদের সাথে সেয়ার করা হবে। 

১ম, ২য়, ও ৩য় খন্ড ডাউনলোড

৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম খন্ড ডাউনলোড

৮ম, ৯ম, ১০ম ও ১১তম খন্ড ডাউনলোড

১২ তম খন্ড ডাউনলোড

১৩ তম খন্ড ডাউনলোড

১৪ তম খন্ড ডাউনলোড

১৫ তম খন্ড ডাউনলোড

১৬ তম খন্ড ডাউনলোড

১৭ তম খন্ড ডাউনলোড

আরো পড়ুন

বাংলা কুরআন

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

সুরা ফাতিহা আয়াত ২ এর তাফসীর

সুরা ফাতিহা আয়াত ২ ১:২ اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ (২) সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর …

বিসমিল্লাহ এর নাম ও ইতিহাস জানুন

১:১ بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ১. রহমান, রহীম আল্লাহর নামে। ১. সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে …

কুরআন তেলাওয়াত এর পূর্বে কি পড়তে হয়

কুরআন তেলাওয়াত এর পূর্বে পড়তে হয় أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *