Friday , December 6 2024

এত বড় হুজুর কি ভুল করতে পারেন?

এত বড় হুজুর কি ভুল করতে পারেন? আমাদের দেশের মুসলিমদের ভিভ্রান্ত থাকার একটা বড় কারন হল আমাদের এই অন্ধ বিশ্বাস যে, আমাদের হুজুর কম জানতেন? যে যেই মত/দল/জামাত বা পীর সাহেবের বিশ্বাসী হোক না কেন…সে অন্ধ ভাবে বিশ্বাস করে যে তাদের হুজুর বা তাদের দলের/মতের প্রবর্তক, বা তাদের প্রধান নেতা সাহেবেই দ্বীন ইসলামের একমাত্র সবজান্তা অথবা তিনি ভুল করতে পারেন না।

সংগত কারনেই, এই হুজুরদের অনুসরন করেই কেউ মাজারে সেজদা দিচ্ছে, কেউ পীরের নামে মুরগী জবাই করছে। কেউবা কবরে চাদর চড়াচ্ছেন। আসুন এই সম্পর্কে বিস্তারিত জানি নিচের বইটি থেকে। বইটি পড়ে আপনার ভুল ভাঙ্গতে পারে। চলুন বইটি পড়ি………

বই ডাউনলোড করুন

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

ইসলাম প্রচারে এগিয়ে আসুন

ইসলাম প্রচারের স্বার্থে নিচের পেইজটিতে নিজে লাইক দিন এবং কমপক্ষে ১০০০ জন বন্ধুকে ইনভাইট করুন, …

ইসলামে অবিচল থাকার উপায়

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় কাজ হলো ইসলামের আকিদা বিশ্বাসের ওপর অবিচল থাকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি …

ফেরেশতা যাদের জন্য দোয়া করেন

ফেরেশতা যাদের জন্য দোয়া করেন , ১.ওযূ অবস্থায় ঘুমানো ব্যক্তি: ঘুমানোর পূর্বে ওযু করা উত্তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *