“নাজমুল আযম শামীম” এর “ঈমান ও তাগুত” সম্পর্কিত একটি আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বই।
প্রত্যেক মুসলিমের সর্বপ্রথম দায়িত্ব ও কর্তব্য হলো তার ঈমান-কে পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ ঈমান ব্যতীত কোন নেক আমল আল্লাহর নিকট গ্রহনযোগ্য নহে। প্রতিটি মুসলমানের ঈমানের পরিশুদ্ধের পাশাপাশি তাগুত সম্পর্কেও জ্ঞান অর্জন একান্ত অপরিহার্য। তাগুত চেনা ব্যতীত নিজের ঈমান ও আমল ধরে রাখা প্রায় অসম্ভব। তাই ঈমান ও তাগুত সম্পর্কে জানতে আজই এই বইটি পড়ে নিজের ইমান পরিশুদ্ধ করতে পারেন। এই বইতে সকল লিখা কুরআন ও সহী হাদিসের দলিল ভিত্তিতে লেখা হয়েছে। আসুন বইটি পড়ে ইমান ও তাগুত সম্পর্কে জানার চেষ্টা করি।
ইমান ও তাগুত বইটি ডাওনলোড করতে বা অনলাইনে পড়তে ক্লিক করুন
ماشاء الله.اللهم بارك في علمك وعملك.