হাদীস কিতাবগুলোর মধ্যে-তিরমিযী অন্যতম। হাদীস কিতাবগুলোর মধ্যে জামি’ পর্যায়ের হাদীসগ্রন্থ দুটির মধ্যে এটি একটি এবং অপরটি হলো সহীহ বুখারী। প্রখ্যাত ছয়টি হাদীস কিতাবের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী। এই হাদীস কিতাবটি সম্পর্কে ইমাম তিরমিযী বলেন, যার ঘরে এই গ্রন্থখানা থাকবে, মনে করা যাবে যে, তার ঘরে স্বয়ং নবী (সা) অবস্থান করছেন ও সে নিজে কথা বলছেন।
কিতাবটি কয়েকটি প্রকাশনী হতে বাংলা ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে, কিন্তু এর তাহক্বীক সহ প্রকাশ করা হয় নি। হুসাইন আল মাদানী প্রকাশনী এ সম্পর্কে এগিয়ে এসেছে। এদের তাহক্বীক করেছেন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ নাসির উদ্দীন আলবানী (র.) অনুবাদ করেছেন হুসাইন বিন সোহরাব ও শাইখ মো: ঈসা মিঞা বিন খলিলুর রহমান সাহেব।
কিতাবটির কিছু বৈশিষ্ট্য:
ক. কিতাবটিতে জামি আত-তিরমিযী’র শুধুমাত্র সহীহ হাদীসগুলো সংকলিত হয়েছে। তাহক্বীক শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ) থেকে নেয়া হয়েছে।
খ. হাদীস সম্পর্কিত ইমাম তিরমিযী’র মতামতও সংরক্ষিত রয়েছে।
গ. একই হাদীস অন্য গ্রন্থে থাকলে তাও উল্লেখ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে নম্বরও দেয়া হয়েছে।
খ. শাইখ নাসিরুদ্দীন আলবানী কোন গ্রন্থ হতে তাহক্বীক নেয়া হয়েছে তাও উল্লেখ করা হয়েছে। যেমন সিলসিলাহ সহীহাহ, ইরওয়াউল গালীল, আল কালিমুত তায়্যিব, সহীহুল জামে, রাওযুন নাযীর, তালীকুল রাগীব প্রভৃতি।
ঙ. হাদীস উল্লেখিত কুরআনের আয়াতগুলোর ক্ষেত্রে কুরআনের সূরা ও আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে।
চ. একই হাদীসের কোন অংশ সহীহ ও কোন অংশ যইফ তাও উল্লেখ করা হয়েছে।
নিচ থেকে ডাউনলোড করুন

বুখারী শরীফ, তাওহিদ প্রকাশনা, শেষ পর্ব
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam
One comment
Pingback: চার ইমামের আকীদাহ ISLAMIC RESEARCH CENTER ONLINE