আল্লাহর কিতাবের পরে শুদ্ধতম কিতাব ‘ মুয়াত্তা মালেক ’ ইমাম মালিক ( র হ. ) – এর সৃষ্টি এই ‘ মুয়াত্তা ‘ । জেনে নিন মুয়াত্তা ইমাম মালেক গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ ।
নামকরণঃ
মুয়াত্তার আভিধানিক অর্থ পদচারণা করা হয়েছে , ‘ এর বাহ্যিক সরল অর্থ হলাে যার ওপরে আলেমগণ , ইমামগণ এবং সাহাবাগণ চলেছেন এবং যাকে তাদের সবার বিবেচনা দিতে দলিত – মথিত করেছেন ।
বৈশিষ্ট্যসমূহঃ
ইমাম মালেক ( র ) কর্তৃক সংকলিত মুয়াত্তা গ্রন্থটি হাদীসশাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে স্বীকৃত । সনদ , মতন অন্যান্য বিষয়ের বিশুদ্ধতার বিচারে কেউ কেউ একে সিহাহ সিত্তাহর ও উপরে স্থান দিয়েছেন
এই গ্রন্থের ধারাঃ
এই গ্রন্থে ধারা এভাবে সাজানাে হয়েছে যে , প্রথমে রাসুল ( সা ) এর হাদীস বা কথা । ও কাজের বিবরণ উল্লেখ্য করা হয়েছে ।
তারপর সাহাবায়ে কেরামের কথা বা আছার । অবশেষে তাবেয়ীদের কুরআন ও হাদীসভিওিক ফতােয়াসমূহ সন্নিবেশিত হয়েছে ।
নামকরণঃ
ইমাম মালেক বলেন , আমার এ কিতাব খানা আমি মদীনায় বসবাস কারী সত্তর জন ফিকহবিদের সম্মুখে পেশ করেছি । তারা প্রত্যেকেই আমাকে একাজে উপেদেশ দিয়েছেন । এ কারণে আমি এর নাম রেখেছি মুয়াত্তা ।
নির্ভুল গ্রন্থনায় ইমাম মালেকের ভূমিকাঃ
ইমাম মালেক ( র ) হাদীসের বিশুদ্ধতা ও নির্ভুল গ্রন্থনায় যে ভূমিকা পালন করেন , তা ছিল পরবর্তী হাদীস সংকলকদের জন্য মাইলফলক । ইমাম মালেক দীর্ঘ চল্লিশ বছর যাবৎ হাদীসসমূহ সূক্ষাতিসুক্ষভাবে যাচাই বাছাই করার পর এ গ্রন্থ সংকলন করেন ।
আসুন আমরা এই কিতাবখানা পড়ে ইসলাম সম্পর্কে জানি ও নিজের জীবন গড়ি।
মুয়াত্তা মালেক ১ম খন্ড ডাউনলোড
মুয়াত্তা মালেক ২য় খন্ড ডাউনলোড
 ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam
				