মিশকাত শরীফ হাদীস সংকলন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় এবং মাদ্রাসা গুলোতে পড়ানো হয়। বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহ)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।
এতে সহীহুল বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস গ্রন্থ থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে।
মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।
প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র বুখারী ও মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।
দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য বিখ্যাত হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমাদ প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস।
তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীসগুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।
এরপর তুলনামূলক দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, রাযীন, শারহুস সুন্নাহ, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী।
তাহলে আসুন নিচ থেকে মিশকাত শরীফ ডাউনলোড করে পড়ে নিজের জীবন কে জাহান্নামের আগুন থেকে বাচার চেষ্ঠা করি।
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam