আল-ইনফিতার
শ্রেণীঃ মাক্কী সূরা
নামের অর্থঃ বিদীর্ণ করা
সূরার ক্রমঃ ৮২
আয়াতের সংখ্যাঃ ১৯
পারার ক্রমঃ ৩০
রুকুর সংখ্যাঃ নেই
সিজদাহ্র সংখ্যাঃ নেই
← পূর্ববর্তী সূরা সূরা আত-তাকভীর
পরবর্তী সূরা → সূরা আত-মুত্বাফ্ফিফীন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম
Previous | Surah Infitaar | next
إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ (١)
1. ইযাস সামা–য়ুন ফাত্বোয়ারাত।
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ (٢)
2. অইযাল কাওয়া-কিবুন তাছারত।
যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ (٣)
3. অইযাল বিহা-রু ফুজ্ব জ্বিরাত।
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ (٤)
4. অইযাল ক্বু বূরু বু’ছিরত।
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ (٥)
5. ‘আলিমাত নাফসুম মা-ক্বাদ্দামাত ওয়াআখখারত।
তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
يَا أَيُّهَا الإنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ (٦)
6. ইয়া~ আইয়্যুহাল ইনসা-নু মা-গররকা বিরব্বিকাল কারীমিল।
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (٧)
7. ল্লাযী খলাক্বকা ফাসাওয়া-কা ফা‘আদালাকা।
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ (٨)
8. ফী~ আইয়ি ছূরতিম মা-শা–য়া রাক্কাবাক।
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
كَلا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ (٩)
9. কাল্লা-বাল তুকাযযিবূনা বিদ্দীনি।
কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ (١٠)
10. অ ইন্না ‘আলাইকুম লাহা-ফিজীনা।
অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
كِرَامًا كَاتِبِينَ (١١)
11. কির-মান কা-তিবীনা।
সম্মানিত আমল লেখকবৃন্দ।
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ (١٢)
12. ইয়া‘লামূনা মা-তাফ‘আলূন।
তারা জানে যা তোমরা কর।
إِنَّ الأبْرَارَ لَفِي نَعِيمٍ (١٣)
13. ইন্নাল আরব-র লাফী নাঈ’ম।
সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ (١٤)
14. অইন্নাল ফুজ্ব জ্বা-র লাফী জ্বাহীম।
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ (١٥)
15. ইয়াছলাওনাহা-ইয়াওমাদ্দীন।
তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ (١٦)
16. অমা-হুম ‘আনহা-বিগ–য়িবীন।
তারা সেখান থেকে পৃথক হবে না।
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (١٧)
17. অমা~ আদর-কা মা-ইয়াওমুদ্দীনি।
আপনি জানেন, বিচার দিবস কি?
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (١٨)
18. ছুম্মা মা~ আদর-কা মা-ইয়াওমুদ দীন-।
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
يَوْمَ لا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالأمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ (١٩)
19. ইয়াওমা লা-তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া-; অল আমরু ইয়াওমায়িযিলিল্লা-হ-।
যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃত্ব হবে আল্লাহর।
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam