হাদীস কিতাবগুলোর মধ্যে-তিরমিযী অন্যতম। হাদীস কিতাবগুলোর মধ্যে জামি’ পর্যায়ের হাদীসগ্রন্থ দুটির মধ্যে এটি একটি এবং অপরটি হলো সহীহ বুখারী। প্রখ্যাত ছয়টি হাদীস কিতাবের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী। এই হাদীস কিতাবটি সম্পর্কে ইমাম তিরমিযী বলেন, যার ঘরে এই গ্রন্থখানা থাকবে, মনে করা যাবে যে, তার ঘরে স্বয়ং নবী (সা) অবস্থান করছেন ও সে নিজে কথা বলছেন। যঈফ আত তিরমিযী ও সহি আত্ তিরমিযী এখন আলাদা ভাবে দেওয়া হয়েছে।
কিতাবটি কয়েকটি প্রকাশনী হতে বাংলা ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে, কিন্তু এর তাহক্বীক সহ প্রকাশ করা হয় নি। হুসাইন আল মাদানী প্রকাশনী এ সম্পর্কে এগিয়ে এসেছে। এদের তাহক্বীক করেছেন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ নাসির উদ্দীন আলবানী (র.) অনুবাদ করেছেন হুসাইন বিন সোহরাব ও শাইখ মো: ঈসা মিঞা বিন খলিলুর রহমান সাহেব।
এখানে যঈফ আত্ তিরমিযী শরীফের খন্ডগুলো দেওয়া হবে, এই বই গুলো পড়ে বুঝতে পারবেন যে, আমাদের সমাজে সহি হাদিস থাকা সত্বেও কোন কোন যঈফ প্রথাগুলো চালু রয়েছে।
তাহলে আসুন নিচ থেকে যঈফ আত্ তিরমিযী শরীফ ডাউনলোড করে পড়া শুরু করি।
যঈফ আত্ তিরমিযী ১ম খন্ড ডাউনলোড
যঈফ আত্ তিরমিযী ২য় খন্ড ডাউনলোড
সহি আত্ তিরমিযী পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam