আল্লাহর কিতাবের পরে শুদ্ধতম কিতাব ‘ মুয়াত্তা মালেক ’ ইমাম মালিক ( র হ. ) – এর সৃষ্টি এই ‘ মুয়াত্তা ‘ । জেনে নিন মুয়াত্তা ইমাম মালেক গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ ।
নামকরণঃ
মুয়াত্তার আভিধানিক অর্থ পদচারণা করা হয়েছে , ‘ এর বাহ্যিক সরল অর্থ হলাে যার ওপরে আলেমগণ , ইমামগণ এবং সাহাবাগণ চলেছেন এবং যাকে তাদের সবার বিবেচনা দিতে দলিত – মথিত করেছেন ।
বৈশিষ্ট্যসমূহঃ
ইমাম মালেক ( র ) কর্তৃক সংকলিত মুয়াত্তা গ্রন্থটি হাদীসশাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে স্বীকৃত । সনদ , মতন অন্যান্য বিষয়ের বিশুদ্ধতার বিচারে কেউ কেউ একে সিহাহ সিত্তাহর ও উপরে স্থান দিয়েছেন
এই গ্রন্থের ধারাঃ
এই গ্রন্থে ধারা এভাবে সাজানাে হয়েছে যে , প্রথমে রাসুল ( সা ) এর হাদীস বা কথা । ও কাজের বিবরণ উল্লেখ্য করা হয়েছে ।
তারপর সাহাবায়ে কেরামের কথা বা আছার । অবশেষে তাবেয়ীদের কুরআন ও হাদীসভিওিক ফতােয়াসমূহ সন্নিবেশিত হয়েছে ।
নামকরণঃ
ইমাম মালেক বলেন , আমার এ কিতাব খানা আমি মদীনায় বসবাস কারী সত্তর জন ফিকহবিদের সম্মুখে পেশ করেছি । তারা প্রত্যেকেই আমাকে একাজে উপেদেশ দিয়েছেন । এ কারণে আমি এর নাম রেখেছি মুয়াত্তা ।
নির্ভুল গ্রন্থনায় ইমাম মালেকের ভূমিকাঃ
ইমাম মালেক ( র ) হাদীসের বিশুদ্ধতা ও নির্ভুল গ্রন্থনায় যে ভূমিকা পালন করেন , তা ছিল পরবর্তী হাদীস সংকলকদের জন্য মাইলফলক । ইমাম মালেক দীর্ঘ চল্লিশ বছর যাবৎ হাদীসসমূহ সূক্ষাতিসুক্ষভাবে যাচাই বাছাই করার পর এ গ্রন্থ সংকলন করেন ।
আসুন আমরা এই কিতাবখানা পড়ে ইসলাম সম্পর্কে জানি ও নিজের জীবন গড়ি।
মুয়াত্তা মালেক ১ম খন্ড ডাউনলোড
মুয়াত্তা মালেক ২য় খন্ড ডাউনলোড