Monday , January 5 2026
সর্বশেষ

তাকদির সম্পর্কে জানা

তাকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা

সুরা আল ক্বামার আয়াত নং ৪৯

اِنَّا کُلَّ شَیۡءٍ خَلَقۡنٰهُ بِقَدَرٍ

নিশ্চয় আমরা প্ৰত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত তাকদিরে

আবু দাউদ, তাহকিক কৃত (৪৭০০)

আবু হাফসা রাঃ হতে বর্নিত, রাসুল সাঃ বলেছেন,

আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। সৃষ্টির পর কলমকে বললেন: ‘লিখ’। কলম বলল: ইয়া রব্ব! কী লিখব? তিনি বললেন: কেয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকদীর লিখ।” আলবানি রাহঃ হাদিসটিকে সহিহ বলেছেন।

তকদির হচ্ছে ভাগ্য বা নিয়তি। তাকদীর দুই প্রকার ,

একঃ তাকদীরে মাবরুর , অর্থাৎ যেটা কোন সময় পরিবর্তন হয়না। যেমনঃ মৃত্য যখন তাকদীরে লেখা আছে তখন হবে ।

দুইঃ তাকদীরে মুয়াল্লাহ যেটা মানুষের কর্ম তথা তাদবীরের কারণে পরিবর্তন হয় ,যেমন মানষের জীবনে সুখ শান্তি এবং দুঃখ কষ্ট ইত্যাদী মানুষের কর্মের উপর নির্ভর করে । যেমন আল্লাহ পবিত্র কোরআনের সূরা আশ শুরা আয়াত নং ৩০ ইরশাদ করেন,

وَ مَاۤ اَصَابَکُمۡ مِّنۡ مُّصِیۡبَۃٍ فَبِمَا کَسَبَتۡ اَیۡدِیۡکُمۡ وَ یَعۡفُوۡا عَنۡ کَثِیۡرٍ

“তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন।

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

সুরা বাকারা ২৫৬-২৫৭ আয়াতের দারস (তাফসীর)

لَاۤ اِكۡرَاهَ فِی الدِّیۡنِ ۟ۙ قَدۡ تَّبَیَّنَ الرُّشۡدُ مِنَ الۡغَیِّ ۚ فَمَنۡ یَّكۡفُرۡ بِالطَّاغُوۡتِ وَ …

সূরা তাওবা আয়াত ৩৮-৪২ এর দারস (তাফসীর)

সূরা আত তাওবা আয়াত- ৩৮-৪২ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا مَا لَكُمۡ اِذَا قِیۡلَ لَكُمُ انۡفِرُوۡا فِیۡ …

সুরা বাকারা আয়াত ০১-০৫ দারস

সুরা বাকারা আয়াত ০১-০৫ দারস الٓـمّٓ ۚ﴿۱﴾ ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *