Thursday , November 7 2024

কিতাবুত তাওহীদ

আমাদের জীবনতো দুনিয়ার পিছনে ব্যায় করে আখিরাতের রোজগারের সময় পায়না। মৃত্যুর পর আর ব্যস্থ থাকতে পারবোনা। তাই একটু সময় ব্যায় করে কিতাবুত তাওহীদ বইটি পড়ি। 

কিতাবুত তাওহীদ এর অনুবাদ, যা সংকলন করেছেন মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহ. আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ন গ্রন্থ।

যে তাওহীদ আল্লাহ তাআলা মানুষের উপর অপরিহার্য করে দিয়েছেন, যার জন্য মানুষের সৃষ্টি।

যার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন, সে তাওহীদের যথার্থ ব্যাখ্যার পাশাপাশি তাওহীদ বিরোধী আচার-আকীদা সম্পর্কে সতর্ক করা হয়েছে এ গ্রন্থে কুরআন ও সুন্নাহর দলিল প্রমাণের ভিত্তিতে।

আপনি এই বইটি পড়লে তাওহীদের সঠিক ধারনা পেতে সক্ষম হবেন। আসুন বইটি পরি ও কোরআন সুন্নাহর জীবন গড়ি

বইটি ডাউনলোড করুন নিচ থেকে

কিতাবুত তাওহীদ ডাউনলোড