কিয়ামতের আলামত সম্পর্কে যরত হুযায়ফা রাঃ বলেন: আমরা পরস্পর আলাপ রত অবস্থায় ছিলাম, নবী করীম সাঃ এসে জিজ্ঞাসা করলেন- তোমরা কী প্রসঙ্গে আলোচনা করছিলে? সবাই বলল- কিয়ামত প্রসঙ্গে। তখন নবী করীম সাঃ এরশাদ করলেন- ”কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা দশটি (বড়) নিদর্শন প্রত্যক্ষ করবেঃ[২]
- ধোঁয়া (ধূম্র)
- দাজ্জাল
- অদ্ভুত প্রাণী
- পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়
- মরিয়ম আঃ এর সন্তান ঈসা আঃ এর পৃথিবীতে প্রত্যাগমন
- ইয়াজুজ-মাজুজের উদ্ভব
- তিনটি ভূমিধ্বস
- প্রাচ্যে ভূমি ধ্বস
- পাশ্চাত্যে ভূমিধ্বস
- আরব উপদ্বীপে ভূমিধ্বস
- পরিশেষে ইয়েমেন থেকে উত্থিত হাশরের ময়দানে দিকে তাড়নাকারী বিশাল অগ্নি।
কিয়ামতের আলামত সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বইটি ডাউনলোড করে পড়ে দেখুন অনেক কিছু জানতে পারবেন।
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam