ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান এবং তার মূল উত্স হচ্ছে কুরআন ও হাদীস। উলামায়ে কেরাম ও মুহাদ্দিসীনের মধ্যে সর্বসম্মত ফায়সালা এই যে, ইসলামে কুরআন মাজীদের পর নির্ভুল গ্রন্থ সহীহুল বুখারী। হাদীস গ্রন্থগুলোর মধ্যে সহীহুল বুখারী পরেই সহীহ মুসলিম এর অবস্থান। কোন কোন মুহাদ্দিস বিষয়ভিত্তিক অনুসারে সাজানোর দিক দিয়ে সহীহ মুসলিমকেই অগ্রাধিকার দিয়েছেন। তবে সার্বিকভাবে সহীহুল বুখারী এগিয়ে। সহীহ মুসলিম সংকলন করেছেন ইমাম আবুল হুসায়ন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী আল নিশাপুরী প্রভৃতি। সহীহ মুসলিম সম্পর্কে সহীহ মুসলিমের অনেকগুলো অনুবাদ রয়েছে। এগুলোর মধ্যে আহলে হাদীস লাইব্রেরী ( হাদীস একাডেমী) কতৃক প্রকাশিত সহীহ মুসলিম অন্যতম। সহীহ মুসলিম সম্পূর্ণ বাংলায় ৬টি খন্ডে অনূদিত।

সহীহ মুসলিম (হাদিস একাডেমী) ১ম খন্ড ডাউনলোড
সহীহ মুসলিম (হাদিস একাডেমী) ২য় খন্ড ডাউনলোড
সহীহ মুসলিম (হাদিস একাডেমী) ৩য় খন্ড ডাউনলোড
সহীহ মুসলিম (হাদিস একাডেমী) ৪র্থ খন্ড ডাউনলোড
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam