Tuesday , April 23 2024

মুসনাদ আহমাদ

হাদিস সংরক্ষণের জন্য যেসকল ইমাম পরিশ্রম করেছেন, তাদের মধ্যে ইমাম আহমাদ বিন হাম্বল  অন্যতম। তার লিখিত কিতাব মুসনাদ আহমাদ অন্যতম গ্রন্থ।

এই মুজতাহিদ শরীয়াতী মাসআল মাসায়েল সংগ্রহ অপেক্ষা প্রিয় রাসূল (সা)-এর হাদীস যাতে সঠিক অবস্থায় সংরক্ষণ করা যায়, এ ব্যাপারে অধিক দৃষ্টি দিয়েছেন।

ইমাম আহমাদ বিন হাম্বল হাদীসগুলোকে মুসনাদ তথা সাহাবায়ে কিরাম (রা)-এর নামানুসারে সন্নিবেশ করেছেন। এই পদ্ধতি হলো,  সাহাবীদের বর্ণিত হাদীস অনুযায়ী সাজানো হয়েছে।

উনত্রিশ হাজারের এই বিশাল সংকলন ‘মুসানাদে আহমাদ’ তাই তাকে ইলমে হাদীসের বিশ্বকোষও বলা হয়ে থাকে।

তারপর  আহমদ ইবন আবদুর রহমান এই কিতাবটিকে অন্যান্য হাদীস সংকলনের মতো বিষয়ভিত্তিক সাজিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই হাদীস গ্রন্থের দুইটি খন্ড অনুবাদ করেছেন,  বইটিতে অধ্যায় ভিত্তিক সাজিয়েছেন।  একই সাথে হাদীসগুলি অন্য গ্রন্থে বর্ণিত হলে তা উল্লেখ করেছেন।

আসুন মুসনাদ আহমেদ কিতাবের খন্ড দুটি পড়ি এবং নিজের জীবনকে গড়ি।

অন্যকে ইসলামের কথা বলি, ইসলাম প্রচারের কাজে নিয়জিত থাকি।

মুসনাদ আহমেদ ১ম খন্ড ডাউনলোড

মুসনাদ আহমেদ ২য় খন্ড ডাউনলোড