“প্রতিটি মানবসস্তানই ফিতরাতের উপরে, মানবীয় প্রকৃতির উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে । তার ইয়াহুদী, খিষ্টান, অগ্নিপূজক ইত্যাদি কোনো পাপ থাকে না। বড় হওয়ার পরে পিতামাতার মাধ্যমে বা সমাজের মাধ্যমে সে নির্দিষ্ট একটা ধর্ম গ্রহণ করে । কাজেই এই পর্যায়ে যাওয়ার আগে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে আমরা মুশরিক বলতে পারি না। ঠিক তেমনি মুমিনের সন্তানও যদি মারা যায় এই পর্যায়ে, তাকেও আমরা কাফের বলতে পারছি না। সে যদি অপরাধ করেও থাকে স্টো পিতামাতাকে দেখে দেখে করে । সে পাপী নয় ।
এইরকমের ৫০০ প্রশ্নের জবাব পাবেন এই বইটিতে আসুন নিচ থেকে বইটি ডাউনলোড করে পড়া শুরু করি এবং ইসলাম সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে নেই।
বইটি লিখেছেনঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam